kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

লোকজন ভিড় করে ঘিরে ধরে, এজন্য ভারতে শপিং করেন না তাপসী

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৪৭ | পড়া যাবে ২ মিনিটেলোকজন ভিড় করে ঘিরে ধরে, এজন্য ভারতে শপিং করেন না তাপসী

নিজের দেশেই শপিং মলে গিয়ে কেনাকাটা করতে পারেননা তাপসী পান্নু। যেতে হয় বিদেশে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেত্রী। এমনটা নয় যে, ভারতের জামা কাপড় পছন্দ হয় না।

অভিনেত্রী জানালেন, রাজধানী শহর দিল্লিতেই তাঁর বেড়ে ওঠা। সেখানেই তাঁর ‘আড্ডার ঠেক’। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। ২০১৫-তে ‘বেবি’-র সাফল্যের পর থেকেই দিল্লির সেই ‘গার্ল নেক্সট ডোর’ রাতারাতি তকমা পেয়ে যান সেলিব্রিটির। বদলে যায় সবকিছু।

তাপসীর কথায়, রাস্তায় এখন আর আগের মতো ঘুরে বেড়াতে পারিনা, পুরনো বন্ধুদের সঙ্গে পুরনো জায়গায় আর যেতে পারিনা। মানুষজন আমায় ভালবাসেন, সে জন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ। কিন্তু, নিজের জন্য যে একটা স্পেস দরকার হয় তা অনেক সময়তেই ভুলে যান অনেকে। 

তিনি বলেন, খারাপ লাগে যখন দেখি বারণ করা সত্ত্বেও রাত বিরেতে ফ্যানেরা ফোন করছেন অথবা আমি বাড়ি পৌঁছেছি কিনা তা জানবার জন্য বারবার করে জোর করছেন। এতে নিজের পরিবারের উপরেও এর প্রভাব পড়ে। তাদের নিরস্ত করা যায় না। ‘না’ মানে যে ‘না’-ই হয়, তা অনেকেই বোঝেননা, বুঝতে চান না ।

মন্তব্যসাতদিনের সেরা