kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

আলিয়ার পথেই হাঁটলেন দিশা পাটানি!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০১:০৭ | পড়া যাবে ১ মিনিটেআলিয়ার পথেই হাঁটলেন দিশা পাটানি!

সম্প্রতি আলিয়া ভাট এবং জ্যাকলিন ইউটিউবে নিজদের চ্যানেল খুলেছেন। আর সেই চ্যানেলের মাধ্যমে তারা জীবনের নানা অজানা মুহূর্তের ঝলক তুলে ধরেন। আর এবার তাদের দেখানো পথেই হাঁটলেন দিশা পাটানি। তিনিও খুলেছেন একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল।

শুক্রবার এক টুইট বার্তায় তিনি জানান, আপনাদের সঙ্গে আমার প্রথম ইউটিউব ভিডিও শেয়ার করা নিয়ে আমি ভীষণ এক্সসাইটেড। আশা করি আপনারা উপভোগ করবেন, ঠিক যেমন এই ভিডিও শ্যুট করার সময়ে আমি উপভোগ করেছি।

দিশা পাটানির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, দিশা জিমে ওয়র্কআউট করছেন এবং পরে নাচের ক্লাসে প্র্যাক্টিস করতে দেখা যায়। সব শেষে ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে দেখা যায় তাকে।

 

মন্তব্যসাতদিনের সেরা