kalerkantho

রবিবার । ১০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৪  মে ২০২০। ৩০ রমজান ১৪৪১

সাবেক প্রেমিকের বন্দনায় মাতলেন ‘টোয়ালাইট’ তারকা

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৭ | পড়া যাবে ১ মিনিটেসাবেক প্রেমিকের বন্দনায় মাতলেন ‘টোয়ালাইট’ তারকা

রবার্ট প্যাটিনসনের সঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্টের সম্পর্ক চুকে গেছে সেই ২০১৩ সালেই। সাধারণত পুরনো প্রেমিকের কথা উঠলে সবাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্রিস্টেন উল্টো তাঁর বন্দনাতেই মেতে উঠলেন! তাঁর অভিনীত ‘সাবার্গ’ ছবিটি দেখানো হচ্ছে এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তাই তিনিও এখন সেখানে, ছবিটির প্রচারে ব্যস্ত। এরই অংশ হিসেবে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্টকে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিস্টেন। 

মে মাসেই প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস পিকচার্স নিশ্চিত করেছে, নতুন ব্যাটম্যান হচ্ছেন ক্রিস্টেনের ‘টোয়ালাইট’ সহঅভিনেতা। সে কথা উঠতেই ক্রিস্টেন বলে ওঠেন, ‘খবরটা শুনে আমি কী যে খুশি হয়েছি! আমার মনে হয় ব্যাটম্যান চরিত্রের জন্য রবার্টই একমাত্র যোগ্য। ব্রুস ওয়েইনের যেমন মুখের গঠন হওয়া উচিত, বিশেষ করে চোয়ালের হাড় যেমন হওয়া উচিত, ওর ঠিক তেমনটাই।’ আগে টোয়ালাইট সিরিজে রবার্টের সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্রিস্টেন। ব্যাটম্যানের জন্যও যদি তেমন প্রস্তাব আসে? বা অন্য কোনো সুপারহিরো ছবির জন্য? ক্রিস্টেনের সোজাসাপ্টা উত্তর, ‘অবশ্যই। এমন সুযোগ ছাড়ার প্রশ্নই ওঠে না!’

মন্তব্যসাতদিনের সেরা