kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

'গুমনামী' নিয়ে জলঘোলা, সৃজিত 'সুযোগসন্ধানী'?

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৪০ | পড়া যাবে ১ মিনিটে



'গুমনামী' নিয়ে জলঘোলা, সৃজিত 'সুযোগসন্ধানী'?

নেতাজির জীবন নিয়ে নিজের সিনেমা 'গুমনামী'র ট্রেলার লঞ্চ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরদিনই সৃজিতকে 'সুযোগসন্ধানী' বললেন নেতাজির ভাইঝি অধ্যাপিকা চিত্রা বসু, ভাইপো অধ্যাপক দ্বারকা বসু। একটি সংবাদ বিবৃতির মাধ্যমে এমনই অভিযোগ তোলেন নেতাজির পরিবারের সদস্যরা।

'গুমনামী' নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক। এর আগে নেতাজি পরিবার থেকেও বারবার আপত্তি তোলা হয়েছে। কিন্তু কোনোকিছুই পাত্তা দেননি সৃজিত। বরং জানিয়ে দিয়েছেন, আপত্তি এলেও তা শোনার প্রয়োজন বোধ করছেন না তিনি। বিবৃতি দিয়ে এ দিন চিত্রা বসু-দ্বারকা বসুরা অভিযোগ তোলেন, বারবার নিজের কথা নিজেই ভেঙেছেন পরিচালক। প্রথমে তিনি বলেছিলেন তাঁর ছবির ভিত্তি চন্দ্রচূড় ঘোষ ও অনুজ ধরের বই কোনানড্রাম অবলম্বনে। অথচ সেই তিনিই সেন্সর বোর্ডে জানালেন, তাঁর ছবি মুখার্জী কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে। আসলে সৃজিত সুযোগসন্ধানী।

ছবির প্রদর্শন যাতে না করা হয়- সেই দাবি-ও তোলা হয়েছে নেতাজি পরিবার থেকে। রবিবারই সৃজিত আবারও দাবি করেছেন, তাঁর ছবি তথ্যনির্ভর। তবে ছবি মুক্তির আগে যে 'গুমনামী' নিয়ে আরো অনেক কথা হবে তা নিঃসন্দেহে বলা যায়।

মন্তব্য



সাতদিনের সেরা