kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

আগেভাগেই পোস্টার প্রকাশ করলেন প্রিয়াঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০১ | পড়া যাবে ১ মিনিটেআগেভাগেই পোস্টার প্রকাশ করলেন প্রিয়াঙ্কা

ট্রেলারে লঞ্চের আগেই আসন্ন্ ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কোয়ান্টিকো স্টার প্রিয়াংকা চোপড়া। বলিউডের আসন্ন ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক-র ফার্স্ট পোলস্টার মুক্তি পেল এদিন। প্রিয়াংকা চোপড়া ছাড়াও এই ছবিতে রয়েছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম ও রোহিত সারাফ।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর, টোরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সোনালি বোস পরিচালিত এই হিন্দি সিনেমাটি দেখানো হবে বলে জানা গিয়েছে। এদিন, নিজের ইন্সটাগ্রামে ফ্রাস্ট লুক পোস্টারটি পোস্ট করেন দেশি গার্ল। 

সেখানে দেখা যাচ্ছে, ফারহান আখতারের পিঠে চেপেছেন উল্লসিত প্রিয়াংকা, অন্যদিকে জায়রা ও রোহিত সামনের দিকে দৌড়াচ্ছেন। গোটা পরিবারের একটি সুন্দর আনন্দঘন একটি মুহূর্তের ছবি। এইসময়

মন্তব্যসাতদিনের সেরা