kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

বিয়ের চার দিন আগে কেঁদে ফেলেছিলেন নিক

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫৬ | পড়া যাবে ২ মিনিটেবিয়ের চার দিন আগে কেঁদে ফেলেছিলেন নিক

একাধিক বার অভিনেত্রী হিসাবে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসা করেছেন নিক জোনাস। বিয়ের দিন কয়েক আগেই স্ত্রীর অসাধারণ অভিনয় দেখে চোখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নিক। দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমার শেষ দৃশ্যের শ্যুটিং দেখে কেঁদে ফেলেছিলেন নিক জোনাস। ছবির শ্যুটিংয়ের শেষ দিনের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পিগি চপস।  

প্রিয়াঙ্কা চোপড়া জানান, এটায় আমি খুবই মজা পেয়েছিলাম। কারণ আমার বিয়ের চার দিন আগে পর্যন্তও আমি ওই সিনেমার শ্যুটিং করছিলাম। প্রিয়াঙ্কা আরও বলেন, নিজের স্বামীকে কাঁদিয়ে দিয়েছি আমি। সিনটা খুবই ভাল হয়েছিল তার মানে। দৃশ্যটা খুবই মিষ্টি ছিল।

মৃত্যু নয়, দ্য স্কাই ইজ পিঙ্ক জীবনকে উপভোগ করার বার্তা দেয়, জানালেন দেশি গার্ল। আর সেই আবেগঘন অভিনয় দেখেই নিজের চোখের জল ধরে রাখতে পারেননি নিক। সেটে সবার সামনেই স্ত্রীর অভিনয় দেখে কেঁদে ফেলেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, "খুব অন্ধকার সেটের মধ্যে শ্যুটিং চলছিল। এমন সময়ে হঠাত্ই চাপা কান্নার শব্দ পেলাম। দেখি নিক কাঁদছে।

প্রসঙ্গত, আগামী ১১ অক্টোবরেই মুক্তি পাবে দ্য স্কাই ইজ পিঙ্ক। ছবিটির পরিচালনা করছেন সোনালী বোস। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা