kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

প্যারিসে বসেই দেশের সংগীতাঙ্গনে ফাহাদ

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ১০:২৯ | পড়া যাবে ২ মিনিটেপ্যারিসে বসেই দেশের সংগীতাঙ্গনে ফাহাদ

ফ্রান্সের প্যারিসে বসেই নিভৃতে গান করে যাচ্ছেন বাংলাদেশের তরুণ ফাহাদ বিন আজিজ। গেল কোরবানির ঈদে নাট্য-নির্মাতা কাজল আরেফিন অমির ‘হার্টবিট’ নাটকের থিম সংটি গেয়ে আলোচনায় এসেছেন তিনি। ‘আগুন হয়ে জ্বলবো জানি’ শিরোনামের গানটি কিছুদিনের মধ্যেই মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে। 

গেল রোজার ঈদের নাটকেও তার গান ছিল। অমির পরিচালনাতেই আফরান নিশো ও তানজিন তিশা অভিনীত ‘এক্স ওয়াইফ’ নাটকের ‘ডুবসাঁতার’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি। এ নাটকের ভিউ হয়েছে ৪০ লাখের ওপরে। ২০১০ সালে বেশকিছু হিন্দি গান কভার করে অনলাইনে প্রকাশ করেন। তারমধ্যে শাফকাত আমানত আলীর ‘মোরা সাইয়া মোসে বোলে না’ গানটিতে বেশি সাড়া পাই। সে বছরই গীতিকার সুস্মিতা বিশ্বাস সাথীর মিক্সড অ্যালবাম ‘অনলাইন’-এ ‘নেশা’ ও ‘ভবঘুরে’ গান দুটির মাধ্যমে গায়ক হিসেবে আত্ম:প্রকাশ ঘটে। আরিফিন শুভ অভিনীত আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দেন। ২০১৭ তে এইচটিএম রেকর্ড থেকে ‘ফিরে এসো’ নামে তার একক গান প্রকাশ পায়। 
তবে নাটকের গান করে বেশি সফলতা পেয়েছেন। ফাহাদ বলেন, ‘২০১৭ সালের কোরবানির ঈদে জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ আর সংগীতপরিচালক নাভেদের হাত ধরে নাটকের গান শুরু। এজন্য তাদের কাছে আমি বিশেষ কৃতজ্ঞ। রাজ ভাইয়ের ‘প্রেমেরই রঙে রাঙানো’ নাটকের টাইটেল সংটি গাই প্রথম। এরপর তার পরিচালনায় ‘অনুভবে’ নাটকের ‘হাসি’, ‘প্লেবয়’ নাটকের ‘কেনো হঠাৎ ঝড়ে’ গান দুটি করি। 
এছাড়া রিপনের ‘লাভ ট্রাস্ট এন্ড কেয়ার’ নাটকের ‘আড়াল’, এজাজ মুন্নার ধারাবাহিক ‘আমি এমন তুমি কেমন’-এর টাইটেল গানটিও আমার গাওয়া। রাজ ভাইয়ের সর্বশেষ পরিচালিত চলচ্চিত্র ‘যদি একদিন’-এ আমার গাওয়া ‘বন্ধু আমার’ গানটির জন্য দেশ ও বিদেশের দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি।’ ফাহাদ আরও বলেন, ‘যখনই দেশে ফিরবো, বড় পরিসরে নিজের উদ্যোগে ভালো কথা ও ভালো সুরের ভিন্নধর্মী কিছু কাজ দর্শক- শ্রেুাতাদের উপহার দিতে চাই।’

মন্তব্যসাতদিনের সেরা