kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

শুটিং লোকেশন নির্ধারণ করতে আরব আমিরাতে শাকিব

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০১ | পড়া যাবে ১ মিনিটেশুটিং লোকেশন নির্ধারণ করতে আরব আমিরাতে শাকিব

সিনেমার শুটিং-এর জন্য লোকেশন দেখতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আজ শুক্রবার ভোর ৪ টার ফ্লাইটে দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। তার সঙ্গে রয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী, কাজিন মনির হোসেন ও  চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু।

শাকিব খান বলেন, ‘পাসওয়ার্ড’ ও মনের মতো মানুষ পাইলাম না ছবির গানের শুটিং তুরস্কে করেছি। এবার নতুন ছবির জন্য ভেন্যু পরিবর্তন করতে হচ্ছে। আগেই চেয়েছিলাম দুবাইতে শুটিং করতে। তখন সেখানে প্রচণ্ড গরম থাকায় সম্ভব হয়নি। এবার একটু পরিকল্পনা চেঞ্জ করেছি। এবার এসকে ফিল্মসের নতুন ছবির শুটিং হবে দুবাইতে। সেখানে ভালো ভালো লোকেশনে কাজ হবে। মূলত সেজন্যই দুবাইতে যাচ্ছি।

গত সপ্তাহে জ্বরের কবলে পড়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন শাকিব খান। ঠিকমতো চিকিৎসা নেওয়ায় তিনি এখন পুরোপুরিভাবে সুস্থ হয়েছেন বলে জানান ৩-৪ দিন দুবাই থাকবেন আমিরাতের দু-একটি শহরে।

মন্তব্যসাতদিনের সেরা