kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

অনুরাগ কাশ্যপের সঙ্গে টেকেনি বিয়ে, দ্বিতীয়বার ঘর বাঁধছেন কল্কি

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩৩ | পড়া যাবে ১ মিনিটেঅনুরাগ কাশ্যপের সঙ্গে টেকেনি বিয়ে, দ্বিতীয়বার ঘর বাঁধছেন কল্কি

২০১৫ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে একাই ছিলেন। বিচ্ছেদের ৪ বছর পর এবার নিজের নতুন ভালবাসার কথা জানালেন বলিউড অভিনেত্রী। বুঝতেই পারছেন 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' অভিনেত্রী কল্কি কোয়েচলিনের কথাই বলা হচ্ছে। অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের ৪ বছর পর এবার ইজরায়েলি সুরকার গাই হার্সবার্গের সঙ্গে সম্পর্কে জড়ালেন কল্কি।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন কল্কি কোয়েচলিন। সেখানে তাঁর থুতনিতে আলতো আদর করতে দেখা যায় গাই হার্সবার্গকে। সেখানে তিনি লেখেন হার্স যখন তাঁর সঙ্গে থাকেন, তখন যেন খুশি হয়ে যান তিনি। কল্কির ওই স্টেটাস দেখে তাঁক পালটা 'কিউটি' বলেও সম্বোধন করেন অভিনেত্রীর বন্ধু। যা দেখে রিচ্চা চাড্ডাও নিজের মতামত প্রকাশ করেন বন্ধুর ছবিতে।

প্রসঙ্গত অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের পরও তাঁর সঙ্গে বন্ধুত্ব রয়েছে কল্কি কোয়েচলিনের। অনুরাগ কাশ্যপের পরিচালনায় একাধিক প্রজেক্টে কল্কিকে কাজ করতেও দেখা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা