kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

১৮ দিন হেঁটে অক্ষয়ের দেখা পেল ভক্ত

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ১০:২০ | পড়া যাবে ১ মিনিটে১৮ দিন হেঁটে অক্ষয়ের দেখা পেল ভক্ত

বিবার সকালে অক্ষয় কুমারকে চমকে দিয়েছে এক ভক্ত। দ্বারকা থেকে টানা ১৮ দিন হেঁটে ৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে মুম্বাইয়ে এসেছে শুধুই অক্ষয়ের সঙ্গে দেখা করতে। পর্বত নামের ছেলেটির সঙ্গে আলাপের ভিডিও অক্ষয় নিজেই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে অক্ষয় এতটা পথ হেঁটে আসার কারণ জিজ্ঞেস করলে পর্বত জানায়, ‘আপনার ভক্ত আমি। আপনার মতোই শারীরিকভাবে ফিট। হেঁটে না এলে সেটা বুঝতেন কিভাবে!’ তার সামর্থ্যের প্রশংসা করলেও অক্ষয় পরে বলেন, ‘এমনটা আর কখনো করবে না। হাইওয়ে ধরে হেঁটে আসা মোটেই বুদ্ধিমানের কাজ না। তুমি যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারতে।’ আর ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের তরুণরা যদি লক্ষ্যে পৌঁছাতে এমন একাগ্রতা দেখায়, তাহলে কেউ আমাদের দমাতে পারবে না।’ পরে পর্বতের সঙ্গে এই সেলফি পোস্ট করেন অভিনেতা।

মন্তব্যসাতদিনের সেরা