kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

বঙ্গবন্ধুকে নিয়ে বাসুর ২০ গান

কালের কণ্ঠ অনলাইন   

২৫ আগস্ট, ২০১৯ ১০:২৪ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুকে নিয়ে বাসুর ২০ গান

আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে প্রকাশ করার জন্য বঙ্গবন্ধুকে নিয়ে ২০টি গান তৈরি করছেন সুরকার বাসু দেব ঘোষ। সুমনা বর্ধন, সজল দাশ, পিন্টু ইসলাম, গোল্ডেন মণ্ডল, আশিষ সরকার, রুবেল রহমান প্রমুখের সঙ্গে তিনি নিজেও গাইবেন। বাসু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই গানগুলো করছি। সেগুলোতে বঙ্গবন্ধুর জীবনের নানা দিক উঠে আসবে।’ গত আট বছর ধরে বাসু তাঁর এক হাজার গানের অ্যালবাম ‘সূর্যালোকে শাণিত প্রাণের গান’-এর কাজ করছেন। বঙ্গবন্ধুকে নিয়ে গানগুলো তিনি অ্যালবামের সঙ্গে একই সময়ে প্রকাশ করবেন। অ্যালবামটি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করবেন বলেও জানান তিনি। এটি প্রকাশের জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা চলছে। তবে তাদের সঙ্গে ব্যাটে-বলে না মিললে নিজের ইউটিউব চ্যানেল ‘বাসু মিউজিক স্টেশন’-এ প্রকাশ করবেন গানগুলো।

মন্তব্যসাতদিনের সেরা