kalerkantho

ষাটের দশকের নায়ক!

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৯ ১০:১৬ | পড়া যাবে ১ মিনিটেষাটের দশকের নায়ক!

অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে অভিনয় করছেন তারিক আনাম খান। এতে শাহবাজ খান নামে ষাটের দশকের এক নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। শাহবাজ ইন্ডাস্ট্রির সুপারস্টার। দেশজুড়ে লাখ লাখ ভক্ত, সবাই তাঁর ছবির জন্য মুখিয়ে থাকে। এমন একটা চরিত্রে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত তারিক আনাম, জানালেন পরিচালক। মামুন বলেন, ‘আমাদের মিডিয়া নিয়েই ছবির গল্প। অভিনেতাদের বিভিন্ন চরিত্রে অভিনয় করার জন্য আলাদা আলাদা লুক নিতে হয়। মেক-আপ পরিবর্তন করতে হয়। কিন্তু বাস্তব জীবন তো আর পরিবর্তন করা যায় না। সেটাই তুলে ধরতে চেয়েছি। তারিক আনাম খানের মতো গুণী অভিনেতা আমার গল্পের প্রশংসা করেছেন। এমন চরিত্রে অভিনয়টাও উপভোগ করেছেন। আমি গর্বিত।’ আর ১০ দিনের শুটিং বাকি আছে ছবিটির। সেটা শেষ হলেই পোস্ট প্রডাকশনের কাজ শুরু করবেন পরিচালক।

মন্তব্যসাতদিনের সেরা