kalerkantho

অনন্ত জলিল আজ বলবেন সিনেমার পেছনের কথা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৯ ১৫:৫৬ | পড়া যাবে ২ মিনিটেঅনন্ত জলিল আজ বলবেন সিনেমার পেছনের কথা

মুর্তজা অতাশ জমজম পরিচালিত নতুন সিনেমা 'দিন দ্যা ডে' বিষয়ে দেশ টিভিতে কথা বলতে এসেছেন সিনেমাটিতে অভিনয় করা অনন্ত জলিল ও সুমন ফারুক। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বর্ষা।

গত বছরের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। গত মার্চ মাসের শেষের দিকে ইরানে ‘দিন: দ্য ডে’ সিনেমার শুটিং করার সময় উটের পিঠ থেকে পড়ে আহত হয়েছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকায় অনন্ত জলিল শুটিংকালীন উটের পিঠ থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন।

দ্রুত ইরানের তৃতীয় বৃহত্তম নগরী এসফাহনের একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর অনন্ত জলিলকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়।

যে কারণে সিনেমাটির শুটিং সাময়িক বন্ধ রাখা হয়েছিল। অবশেষে সুস্থ হয়ে আবার ছবির শুটিংয়ে মনযোগ দিলেন এই অভিনেতা। গত সপ্তাহ থেকে ঢাকায় ফের শুরু হয়েছে ‘দিন : দ্য ডে’-এর শুটিং।

ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

 দেশ টিভির সিনেমা বিষয়ক অনুষ্ঠান ''সিনেমা এক্সপ্রেস'' প্রচারিত হবে আজ রাত ৭টা ৪৫ মিনিটে।

মন্তব্যসাতদিনের সেরা