kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

ঈদের পঞ্চম দিনে ইরফান-প্রভার ‘বাজি‘

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৯ ১২:৫৮ | পড়া যাবে ২ মিনিটেঈদের পঞ্চম দিনে ইরফান-প্রভার ‘বাজি‘

রাজিব, ৩০ বছরের একটি যুবক, পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। নিজেই কিছু করবে বলে কোনও চাকরি করেনি। খুব ব্যাতিক্রমী কিছু ডিজাইন কয়েকটি জায়গায় জমা দেওয়া সত্ত্বেও শুধুমাত্র ভাগ্যের কারণে কাজ পায় নি। ঠিক তখনই তার দেখা হয় কণা এর সাথে। অপূর্ব সুন্দরী একটি নারী, চরিত্রে ভীষণ দৃঢ়তা। কিন্তু তার সাথেও রাজিবের পরিচয় হয় একটি দূর্ঘটনার মাধ্যমে, যার কারণে দু‘জন দু‘জনকে খুবই অপছন্দ করতে শুরু করে। যতবারই তাদের দেখা হয়েছে ততবারই ছোট খাটও কোনও না কোনও দুর্ঘটনা ঘটেছিল। 

কিন্তু মজার বিষয় হচ্ছে ততবারই রাজিবের ভাগ্য খুলে গেছে। প্রথমে রাজিব সেটা বুঝতেই পারে নি। কিন্তু পরে যখন বুঝলো তার ভাগ্য খুলে দিতে পারে ঐ মেয়েটি, তখন সে মোটামুটি তার পিছেই পড়ে গেল। স্বভাবতই এর সমাপ্তি প্রেম এবং বিয়েতে গিয়ে ঠেকে। গল্পটি এখানেই শুরু হয়। রাজিবের বসের কণাকে দেখে তার ভীষণ ভাল লাগে। যে কোনও ভাবেই হোক কণাকে পাওয়ার বাসনা তার মনে জাগে। পরিকল্পনা করে সে রাজিবের সাথে জুয়া খেলতে বসে। এবং অতি আত্মবিশ্বাসী রাজিবকে বাজি ধরতে বাধ্য করল তার স্ত্রী কণাকে নিয়ে। রাজিবকিছুই না ভেবে অতি আত্মবিশ্বাসে ভর করে প্রস্তাবে রাজি হয়ে গেল। 

বাজি নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, প্রভা, আহমেদ রুবেল। দীপ্ত টিভিতে ঈদের ৫মদিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বিশেষ একক নাটক ‘বাজি‘। নাটকটি রচনা করেছেন আনকোড়া ও পরিচালনা করেছেন অসীম গোমেজ।

মন্তব্যসাতদিনের সেরা