kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

মিকা সিং-এর ওই অনুষ্ঠানে ছিলেন দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্যরা!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৯ ১০:৫৮ | পড়া যাবে ১ মিনিটেমিকা সিং-এর ওই অনুষ্ঠানে ছিলেন দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্যরা!

পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউড গায়ক মিকা সিং। শোনা যায়, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের কাজিন আদনান আসাদের মেয়ের বিয়ের মেহেদির অনুষ্ঠানে গান গাইতে যান মিকা। করাচির ওই অনুষ্ঠানে মিকা সিংয়ের উপস্থিতির ঘটনা নিশ্চিত হবার পরই তাঁকে বয়কট করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন'। যা নিয়ে গোটা ভারতজুড়ে বেশ সমালোচনা শুরু হয়েছে।

তবে এখানেই শেষ নয়। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে অদ্ভুত কিছু তথ্য। মিকা সিং এর পাকিস্তানের অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যে এসেছে পাকিস্তানি শিল্পপতি আদনান আসাদ দাউদ ইব্রাহিমের পরিবারের ঘনিষ্ঠ। ফলে আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানে দাউদের পরিবারের সদস্যরাও হাজির হন। পাশাপাশি আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানের আয়োজন যেখানে করা হয়, তার পাশেই দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্য আনিস ইব্রাহিম এবং ছোটা শাকিলের বাড়ি।

সবকিছু মিলিয়ে এই মুহূর্তে মিকা সিংয়ের পাকিস্তানে গান গাওয়ার খবর প্রকাশ্যে আসার পরই মিকা সিংকে বলিউড থেকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। 

মন্তব্যসাতদিনের সেরা