kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

'প্রথমবার পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করেছি'

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৯ ১৭:০০ | পড়া যাবে ২ মিনিটে'প্রথমবার পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করেছি'

পূর্ণ নাটকে কখনও অভিনয় করেননি নায়লা নাঈম। তবে বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও, চলচ্চিত্রের আইটেম গান ও মঞ্চে ছিলেন সবসময়। যদিও এর আগে  ২০১৩ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ঘাট বাবু অবলম্বনে ঘাট বাবু নিতাই চন্দ্র শিরোনামের নাটকে অভিনয় করেছিলেন। সেখানেও ছোট একটি চরিত্রে। এবার ঈদের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। 

নাটকের নাম ‘ড্যাশিং গার্লফ্রেন্ড’।  নায়লা নাঈম জানালেন এই নাটকের মাধ্যমে নাটকে পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করেছেন তিনি বলেন, 'আগে নাটকে টুকটাক কাজ করলেও পূর্ণাঙ্গ চরিত্রে কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি।'

নাটকটিতে অভিনেতা অ্যালেন শুভ্রর ড্যাশিং গার্লফ্রেন্ড হিসেবে দেখা যাবে নায়লা নাঈমকে। আসাদুজ্জামান সোহাগের চিত্রনাট্যে পরিচালনা করেছেন কে এম নাঈম পরিচালনা। ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে নাটকটি এস এটিভিতে প্রচারিত হয়েছে।

নায়লা বলেন, 'প্রচারিত হবার পর থেকেই বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। অভিনয়ের ওপর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমার নেই। অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে বেশ ভয় লাগে। তবে এবার সাহস করে সম্পূর্ণ একটি নাটকে অভিনয় করে ফেলেছি। নাটকের গল্প আমার কাছে অসাধারণ লেগেছে। চরিত্রটিও মনে হলো আমার জন্য দারুণ। প্রচারিত হওয়ার পর টিভিতে দেখে মন্দ লাগলো না।' 

মন্তব্যসাতদিনের সেরা