kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

পাকিস্তানে গান গাওয়ায় ভারতে নিষিদ্ধ মিকা সিং

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৯ ১৬:৪০ | পড়া যাবে ২ মিনিটেপাকিস্তানে গান গাওয়ায় ভারতে নিষিদ্ধ মিকা সিং

 কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ঠাণ্ডা যুদ্ধ চলছে ভারত-পাকিস্তানের মধ্যে। এই পরিস্থিতিতে ভারতের জনপ্রিয় গায়ক মিকা সিং পাকিস্তানের একটি অনুষ্ঠানে গান করায় তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

গত ৮ আগস্ট পাকিস্তানের করাচি শহরে এক ধনকুবেরের মেয়ের বিয়েতে নিজের দলসহ গান গাইতে যান মিকা। অনেকটা গোপনে সেই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটা আর গোপন থাকেনি। অনুষ্ঠানে মিকা সিংয়ের গান গাওয়ার একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ্যে চলে আসে। এরপরেই বলিউডের এই জনপ্রিয় সংগীতশিল্পীকে নিয়ে ভারতে ওঠে নিন্দার ঝড়। পরে পাকিস্তানে গান করার জের ধরেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন নিষেধাজ্ঞা জারি করলো তার ওপর। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মিকার ওপর নিষেধাজ্ঞা জারি করার খবর প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর সদস্যরা মিকা সিংকে বয়কট করল। কোনও প্রযোজনা সংস্থা কিংবা কোনো ব্যক্তি মিকার সঙ্গে কাজ করতে পারবেন না। আর ভবিষ্যতে কেউ যদি এই নির্দেশের অন্যথা করে তাহলে তা আইনত অপরাধযোগ্য বলে গণ্য হবে।

তবে মিকার ওপর শুধু নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত থাকেনি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন। এমনকী গায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে এই সংগঠনের পক্ষ থেকে এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন ও জানিয়েছে। শিগগির হয়তো রাজনৈতিকভাবেও শাস্তির সম্মুখীন হতে পারেন মিকা সিং।

মন্তব্যসাতদিনের সেরা