kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

'খোঁপায় এঁটো ফুল' মুক্তি পেল (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৯ ১৫:৫৮ | পড়া যাবে ১ মিনিটে'খোঁপায় এঁটো ফুল' মুক্তি পেল (ভিডিও)

তরুণ কণ্ঠশিল্পী সঞ্জয়ের কণ্ঠে তোর 'খোঁপায় এঁটো ফুল, আমার একটু খানি ভুল..' গানটি মুক্তি পেয়েছে। এই গানের মডেল হয়েছেন চিত্রনায়িকা বিপাশা কবির ও মডেল-অভিনেতা বাপ্পী চৌধুরী। ঈদের গানটি জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা'র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

অনবদ্য রোমান্সে ভরপুর এই গানের ভিডিও নির্মাণ করেছেন রুবেল আনুশ। গানের কথামালা লিখেছেন মাহতাব হোসেন। সঞ্জয় কণ্ঠ দেওয়ার পাশপাশি গানেও সুরারোপ করেছেন।

কণ্ঠশিল্পী সঞ্জয় বলেন, 'আড্ডায় আকস্মিক এসে যাওয়া সুরে কখনো কখনো হয়ে ওঠে ভালো গান। তেমনি এই গানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে এক গানের আড্ডায় এঁটোফুল গানটির জন্ম হয়। ধীরে পূর্ণতা পায়, অবশেষে আলোর মুখ দেখে। এমনই নিয়মে প্রকাশ পেয়েছে গানটি। বারবার শোনার মতো এই গান সবার ভালো লাগবে।' 

 ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমে গানটি ধীরে ধীরে শ্রুতিমধুর হয়ে উঠছে অর্থাৎ শ্রোতাদের নিকটবর্তী হচ্ছে। আর যারাই শুনছেন তারাই প্রশংসা করছেন। পছন্দের তালিকায় যুক্ত করছেন 'এঁটোফুল'কে। গানের সঙ্গীত আয়োজন করেছেন সুজন।

মন্তব্যসাতদিনের সেরা