kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

‘ডেঙ্গু’ নামে চলচ্চিত্র, শুটিং শুরু হলো রংপুরে

রংপুর অফিস   

১৪ আগস্ট, ২০১৯ ১৩:৩৭ | পড়া যাবে ১ মিনিটে‘ডেঙ্গু’ নামে চলচ্চিত্র, শুটিং শুরু হলো রংপুরে

ভারতের প্রযোজনায় রংপুরে ডেঙ্গু চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। শুটিং এর পূর্বে রংপুরে আজ বুধবার ওপার বাংলার পরিচালক রোপ আক্তার আহমেদের সাথে রংপুরের কবি, শিল্পী ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়। নগরীর সেন্ট্রাল রোডস্থ আইডিয়া প্রকাশন পাঠাগারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, সাংবাদিক আফতাব হোসেন, অধ্যাপক আহসান হাবীব লিবার্টি, কবি এস এম হাবিবুর রহমান, প্রকাশক মাসুদ রানা শাকিল, অভিনেতা ডা. শাহাবুল ইসলাম সাগর, অভিনেতা রেজাউল করিম রেজা প্রমুখ । 

মতবিনিময় সভায় ওপার বাংলার পরিচালক রোপ আক্তার আহমেদ জানান, ‘ডেঙ্গু’ তাঁর নতুন  চলচ্চিত্র। তার এই সিনেমোর শুটিং ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন লোকেশনে শেষে তিনি এখন বাংলাদেশের বিভিন্ন লোকশনে শুটিং করবেন। আর এমটি ফিল্ম প্রডাকশনের দিলিপ কুমার বর্মনের প্রযোজনায় ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন মুব্বাইয়ের গীতা রায়। 

ডেঙ্গু সিনেমটিতে দুই বাংলার বিভিন্ন শিল্পীগণ অভিনয় করছেন। এর আগে তিনি টেলিফিল্ম এক ফোটা পানি ও হেলমেটসহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন।  মতবিনিময় শেষে ডেঙ্গু সিনেমার পোস্টার উম্মোচন করা হয়। 

মন্তব্যসাতদিনের সেরা