kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

হলিউড ঘেঁষে টালিগঞ্জ, আরেকটি রূপকথা

কালের কণ্ঠ অনলাইন   

৯ আগস্ট, ২০১৯ ২২:৩৮ | পড়া যাবে ২ মিনিটেহলিউড ঘেঁষে টালিগঞ্জ, আরেকটি রূপকথা

লস অ্যাঞ্জেলসে টালিগঞ্জের নামকরা কিছু মুখ। পরিচালক দেবপ্রতিম দাশগুপ্তের ‘আর একটি রূপকথা’ সিনেমায় অভিনয় করেছিলেন তারা। ‘রাশি’ ধারাবাহিকের হাত ধরে বাঙালির ড্রয়িংরুমের অতি আদরের মুখ গীতশ্রী রায়ও ছিলেন।

এছাড়া ছোটপর্দা থেকে বড়পর্দার পরিচিত মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায়। যুক্তরাষ্ট্রেরই বাসিন্দা রূপক চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ‘আর একটি রূপকথা’ ছবির প্রিমিয়ার হলো ক্যালিফোর্নিয়ার লং বিচের এক অডিটোরিয়ামে। 

সেখানে বাংলা সিনেমা নিয়ে বেশ আগ্রহ দেখা যায় অনেক দর্শকের মধ্যেই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের কিছু বাঙালিও অভিনয় করেছেন এ ছবিতে। যেমন পলি চট্টোপাধ্যায়। এ ছবির মাধ্যমে বাঙালিদের একপ্রকার রিইউনিয়ন হয়েছে, তেমনটা বলা যায়।

প্রসঙ্গত পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত আরেকটি সিনেমার কাজে হাত দিলেন এবার সেখানে গিয়ে। নাম ‘প্রতিবিম্ব’। সেই সিনেমায় রূপাঞ্জনা মিত্রের সঙ্গে দেখা যাবে সন্দীপ্তা সেন-কে।

দু’জনেই বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। একসঙ্গে তাদের যে ধারাবাহিকে দেখা গিয়েছিল, ‘তুমি আসবে বলে’, সেটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। দেবপ্রতিমের নতুন সিনেমায় তারা দুই বোনের চরিত্রে থাকছেন বলে জানা গেল। এ সিনেমাতেও অনিন্দ্য চট্টোপাধ্যায় থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। অভিনেত্রী গীতশ্রী রায়কে দেখা যাবে নতুন ছবিটিতে। 

হলিউড ঘেঁষে যখন শুটিং হচ্ছে, তখন ইউনিভার্সাল স্টুডিওস-এ সকলে ঢুঁ মারবেন, সেটা বলাই বাহুল্য। এর বাইরেও নায়ক-নায়িকারা শপিং করলেন জমিয়ে। নতুন ছবির একাংশ শুট করতে সকলে মিলে সানফ্রান্সিসকো পৌঁছান।

মন্তব্যসাতদিনের সেরা