kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

লতাকণ্ঠী রানু মণ্ডল খুঁজে পেল মেয়েকে

কালের কণ্ঠ অনলাইন   

৫ আগস্ট, ২০১৯ ১৪:৩২ | পড়া যাবে ২ মিনিটেলতাকণ্ঠী রানু মণ্ডল খুঁজে পেল মেয়েকে

ভারতের টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে মায়ের চেহারা, গান গাইছেন মা, সেই উসখুসে চুল, শুখনো মুখ। মায়ের ভাইরাল হওয়ার খবর পৌঁছেছে মেয়ে সাথী রায়ের কাছে। তখনই ঠিক করেছিলেন দেখা করতে আসবেন। কথা রাখলেন মেয়ে। সোমবার সকালে মায়ের সঙ্গে দেখা হলো মেয়ের। গানই মিলিয়ে দিল মা মেয়েকে। মেয়েকে জড়িয়ে ধরে আবেগে ভাসলেন মা রানাঘাটের লতাকণ্ঠী রানু মণ্ডল।

ভারতের কোণায় কোণায় যে দারুণ সব প্রতিভা লুকিয়ে রয়েছে তা খোঁজার জন্য অবশ্য নানা টেলিভিশন চ্যানেলে গানের প্রতিযোগিতা চলছেই ৷ সেখান থেকে সুযোগ পাচ্ছেন নানা প্রতিভাবান ছেলেমেয়েরা ৷ কিন্তু এর বাইরেও এমন অনেকে রয়েছেন, যাদের প্রতিভা তাক লাগিয়ে দেওয়ার মতো ৷ আর এ ব্যাপারে ধন্যবাদ জানাতে হয় ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে!

সম্প্রতি ফেসবুকের হাত ধরে ভাইরাল হয়েছে একটি মহিলার গানের ভিডিও ৷ যা শুনলে একেবারে অবাক হয়ে যাবেন ৷ একেবারে অবিকল যেন লতা মঙ্গেশকর ৷

লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সুরে ‘এক পেয়ার কা নগমা’ গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ সেই গানই গেয়ে উঠলেন রানাঘাট স্টেশনে আশ্রয় নেওয়া এক নারী ৷

ইতোমধ্যেই এই গান ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কে। একদিনেই লাইকের সংখ্যা বেড়ে ৪৩ লাখ ৷ ইন্টারনেট ব্যাবহারকারীদের প্রশংসায় ভরে গেছে কমেন্ট বক্স৷

মন্তব্যসাতদিনের সেরা