kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

নিজের বিয়েতে ক্যাটরিনার গানে নাচলেন অ্যালিসন

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুলাই, ২০১৯ ১৭:২৪ | পড়া যাবে ১ মিনিটেনিজের বিয়েতে ক্যাটরিনার গানে নাচলেন অ্যালিসন

বিয়ে করলেন মার্কিন টেনিস প্লেয়ার অ্য়ালিসন রিসকে। দীর্ঘদিনের পার্টনার স্টিফেন অমৃতরাজের সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সদ্য়সমাপ্ত উইম্বলডনের শেষ আটে ওঠা বিশ্বের ৩৭ নম্বর খেলোয়াড়। স্টিফেনের বাবা আনন্দ অমৃতরাজ টেনিস দুনিয়ার পরিচিত মুখ। ভারতের প্রাক্তন কিংবদন্তি ডেভিস কাপার ও ক্য়াপ্টেন ছিলেন তিনি।

সদ্য়সমাপ্ত উইম্বলডনের শেষ আটে ওঠা বিশ্বের ৩৭ নম্বর খেলোয়াড়।

অ্য়ালিসন-স্টিভেন গত রবিবার পিটসবার্গে বিয়ে সারেন। তাঁদের বিয়ের একটি ভিডিও এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল। অ্যালিসন আর তাঁর বোন সারাহ বলিউডের গানেই ঝড় তুললেন বিয়ের অনুষ্ঠানে। ক্য়াটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘বার বার দেখো’ ছবির গান ‘নাচদে নে সারে’ বেছে নিয়েছিলেন অ্যালিসনরা। 

অমৃতরাজের পুত্রবধু টুইট করে জানিয়েছেন, ভারতীয় ফলোয়ারদের মন জয় করতেই তাঁর এই প্রয়াস। ভারতের টেনিস তারকা নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েই অ্যালিসন-সারাহর নাচের প্রশংসা করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা