kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

৫০ তম পর্বে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল‘

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৯ ১৬:২৯ | পড়া যাবে ১ মিনিটে৫০ তম পর্বে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল‘

ব্যথিত হৃদয় নিয়ে অবশেষে মুস্তফা ফাতমাগুলকে ভুলতে আসুর দারস্থ হয়। এদিকে ম্যালতেমের পরিবারকে ধোঁকা দিতে ইয়াশারানরা সাজায় নতুন নাটক।একই সাথে মুস্তফাকে হাতে রাখতে প্রস্তাব দেয় নতুন চাকরি এবং বিপুল নগদ অর্থের। কিন্তু রেশাত ইয়াশারান বলে কথা! মুস্তফার লাগাম হাতে রাখতে ঠিকই সে হাত করে নেয় মুস্তফার ব্যবহৃত পিস্তল যার গুলিতেবিদ্ধ হয়েছিলো সেলিম ইয়াশারান। এখন কী করবে মুস্তফা? সে কি হেরে যাবে ইয়াশারানদের কাছে? নাকি নতুন কোন পরিকল্পনা চলছে তার মনে?  

মুস্তফার কাছ থেকে নিজেদেরকে নিরাপদ  রাখতে এই পিস্তলকেই ঢাল ভাবছে রেশাত, অ্যারদোয়ান এবং বুরাল। এ নিয়ে প্রতিযোগিতা শুরু হয় তাদের মাঝে। কার হাতে থাকবে মুস্তফার নিয়ন্ত্রণ?
এদিকে মুস্তফার কাছ থেকে প্রকৃত ঘটনা জানতে তার সাথে দেখা করে ম্যালতেম। ইয়াশারানদের বিপক্ষে এই সুযোগ কি কাজে লাগাবে মুস্তফা? দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়। প্রচারিত হচ্ছে শনি থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টা ৩০ মিনিটে। 

মন্তব্যসাতদিনের সেরা