kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

মাথার চুল কামিয়ে ফেললেন চিত্রাঙ্গদা

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৯ ১৬:১৭ | পড়া যাবে ১ মিনিটেমাথার চুল কামিয়ে ফেললেন চিত্রাঙ্গদা

অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা নিজের মাথার ঘন কালো চুল কেটে ফেললেন। এর আগেও অভিনয়ের খাতিরে চুল ছোট করে কেটে ফেলেছিলেন চিত্রাঙ্গদা। কিন্তু এবার মাথার সব চুল কামিয়ে ফেললেন অভিনেত্রী। 

চিত্রাঙ্গদা চিরকালই সাহসী। আবারও তেমনই একটি সাহসী কাজ করে ফেললেন অভিনয়ের খাতিরে। নেটফ্লিক্সে এই মুহূর্তে তাঁর ওয়েব সিরিজ টোট্টা পটাকা আইটেম মাল চলছে। সেই ওয়েব সিরিজের জন্যই সব চুল কেটে ফেললেন চিত্রাঙ্গদা।

পার্লারে গিয়ে পুরো চুল কাটার ভিডিও করলেন চিত্রাঙ্গদা। তার পরে সেই ভিডিওই নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন তিনি। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। 

প্রসঙ্গত, গত পিতৃদিবসেও একটি সাহসী কাজ করেন চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা আগে পদবী চক্রবর্তী ব্যবহার করতেন। কিন্তু পিতৃদিবসে এই পিতৃপ্রদত্ত পদবী ত্যাগ করেন তিনি। বদলে মায়ের নামকেই নিজের নামের পাশে পাকাপাকি ভাবে বসিয়ে নেন। 

মাকে উপহার দিতেই এই কাজ করেছিলেন তিনি। তার পরই তাঁর নাম হয় চিত্রাঙ্গদা শতরূপা। সোশ্যাল মিডিয়ায়ও নিজের নাম বদলে নেন তিনি। সূত্র-এশিয়া

মন্তব্যসাতদিনের সেরা