kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

খাঁটির যাত্রায় একঝাঁক শিল্পী

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুলাই, ২০১৯ ১২:৩৪ | পড়া যাবে ১ মিনিটেখাঁটির যাত্রায় একঝাঁক শিল্পী

'ঘুরি তুমি কার আকাশে ওড়ো' খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসানের ফ্যাশন প্রতিষ্ঠান উদ্বোধনে হাজির হয়েছিলেন দেশের সঙ্গীতাঙ্গনের একঝাঁক শিল্পী।

আজিজ সুপার মার্কেটের নিচতলায় ১০০ নম্বর দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় চমৎকার সব থিম নিয়ে যাত্রা শুরু করেছে ফ্যাশন হাউস খাঁটি। লুৎফরের সঙ্গে এর যৌথ মালিকানায় রয়েছেন মিজানুর রহমান মুকুল। 

এদিন উপস্থিত ছিলেন, কণ্ঠশিল্পী কাজী শুভ, বেলাল খান, সাজিয়া সুলতানা পুতুল, সুমন কল্যাণ, তৌহিদুর রহমান, গীতিকার সোমেশ্বর অলি, ধ্রুব মিউজিকের ধ্রুব গুহসহ অনেকেই। 

লুৎফর হাসান বলেন, সাধ্যের মধ্যে কেনাকাটায় তরুণদের প্রথম পছন্দ শাহবাগের আজিজ সুপার মার্কেট। ফ্যাশনেবল নানা পোশাক ও অনুষঙ্গ দিয়ে সাজানো পুরো মার্কেটটি। অনেকের কাছেই কেনাকাটার সঙ্গে আড্ডা দেওয়ার জন্যও রাজধানীর সেরা জায়গা আজিজ সুপার।

মুকুল বলেন, তরুণদের জন্য ভালো পোশাক সাধ্যের মধ্যে পৌঁছে দিতেই খাঁটির পথচলা শুরু হলো। সবার আমন্ত্রণ ১০০ নম্বরে খাঁটির শোরুমটি দেখে যাওয়ার। আমরা ক্রেতা নয় সবাইকে অতিথি হিসেবে দেখতে চাই। তাদের মতামত গুরুত্বের সঙ্গে নিয়ে সামনের সময়গুলোতে কাজ করতে চাই।

মন্তব্যসাতদিনের সেরা