kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

কারিনার সঙ্গে কথা বলতে গেলেই নার্ভাস হয়ে পড়েন তিনি

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুলাই, ২০১৯ ১৬:২৩ | পড়া যাবে ১ মিনিটেকারিনার সঙ্গে কথা বলতে গেলেই নার্ভাস হয়ে পড়েন তিনি

পাঞ্জাবের আঞ্চলিক ছবির সুপারস্টার তিনি। সমান দক্ষতায় সামলাচ্ছেন তাঁর বলিউড ক্যারিয়ারও। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি বিখ্যাত গায়কও বটে। নিজে এত বড় তারকা হয়েও কারিনা কাপুরের সঙ্গে কথা বলতে গেলে এখনও নার্ভাস হয়ে পড়েন দিলজিত দোসাঞ্জ। 

২০১৬ সালে উড়তা পাঞ্জাবের হাত ধরে বলিউডে দিলজিতের পা রাখে। সেই ছবিতে কারিনা কাপুরের বিপরীতেই দেখা গিয়েছিল তাঁকে। কাজ করেছেন আনুশকা শর্মা এবং কৃতি স্যাননের সঙ্গেও। করিনার সঙ্গে ফের একবার বড় পর্দায় দেখা যাবে দিলজিতকে। রয়েছেন Good News ছবিতে। তবু কেন কারিনার সামনে এলে ঘাবড়ে যান তিনি! 

বিষয়টি খোলসা করলেন অভিনেতা নিজেই। বললেন কারিনার সঙ্গে কাজের মধ্যে আলাদা মজা আছে। তিনি সমান স্বতঃস্ফূর্ততার সঙ্গে বার বার একই দৃশ্যের টেক দিতে পারেন। তবে বেবোর গুণমুগ্ধ ভক্ত হওয়ায় এখনও তাঁর সঙ্গে কথা বলতে গেলে নার্ভাস হয়ে পড়েন। এইসময় 

মন্তব্যসাতদিনের সেরা