kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

মৎস্যকন্যার রূপে সানি লিওন!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৯ ১৯:৪৬ | পড়া যাবে ১ মিনিটেমৎস্যকন্যার রূপে সানি লিওন!

সবকিছু ছাপিয়ে এবার মৎস্যকন্যার রূপে পর্দায় হাজির হবেন বলিউড অভিনেত্রী সানি লিওন। আর আবারও তিনি জুটি বাঁধলেন হানি সিংয়ের সঙ্গে। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি হানি সিংয়ের মছলি জাল কি নামক একটি গানের সঙ্গে আইটেম ড্যান্সারের ভূমিকায় দেখা গিয়েছে সানিকে। আসছে ঝুটা কাহিন কা- নামের একটি নতুন সিনেমা। এখানেই হানির গানের সঙ্গে নাচবেন সানি।

ওই গানটি লিখেছেন লিল গলু। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়ছে উত্তেজনা। সকলেই বলতে থাকেন জমে গিয়েছে হানি সিং-লিল গলুর জুটি। আর এখানেই মছলি স্পেশ্যাল গানে সঙ্গে নাচবেন সানি। এই গানের রিদম আর বিট এতই সুন্দর যে আপনারও নাচ করতে ইচ্ছে করবে।

মন্তব্যসাতদিনের সেরা