kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

বন্ডের 007 এজেন্ট কৃষ্ণাঙ্গ নারী!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৯ ১৯:১৪ | পড়া যাবে ১ মিনিটেবন্ডের 007 এজেন্ট কৃষ্ণাঙ্গ নারী!

ল্যাশনা লিঞ্চ।

বিশ্ব বিখ্যাত জেমস বন্ড চরিত্রের স্রষ্টা ইয়ান ফ্লেমিং ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্টকে ব্যাখ্যা করেছিলেন ‘হোয়াইট স্কটিশ সুইস ম্যান’ বলে। তবে তার সিনেমায় যে শ্বেতাঙ্গ পুরুষ হতে হবে, এমন কথা কোনোদিনও বলেননি ফ্লেমিং। 

এবার তাই একসময়ের দুই অবাস্তব কল্পনা বাস্তবে দেখা যাবে জেমস বন্ডের পরবর্তী ছবিতে। এমআইসিক্সের পরবর্তী জিরো জিরো সেভেন (007) এজেন্ট একজন কৃষ্ণাঙ্গ নারী! ঠিকই পড়েছেন, পরবর্তী জেমস বন্ড ছবিতে মূল ব্রিটিশ এজেন্টের চরিত্রে দেখা যাবে হলিউড অভিনেত্রী ল্যাশনা লিঞ্চকে। শেষ 'ক্যাপ্টেন মার্ভেল' ছবিতে দেখা গিয়েছিল ব্রিটিশ এই অভিনেত্রীকে। 

জেমস বন্ডের পরবর্তী ছবিতে লিঞ্চের হাতেই দায়িত্ব তুলে দিতে দেখা যাবে বন্ড ড্যানিয়েল ক্রেগকে। অর্থাৎ, জেমস বন্ডের চরিত্রে ক্রেগ থাকলেও নয়া 007 এজেন্টের চরিত্রে দেখা যাবে লিঞ্চকে।

মন্তব্যসাতদিনের সেরা