kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

মুহূর্তেই ভাইরাল সুইমস্যুটের ক্যাটরিনা!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০১৯ ২১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেমুহূর্তেই ভাইরাল সুইমস্যুটের ক্যাটরিনা!

আগামী ১৬ জুলাই ক্যাটরিনার জন্মদিন। তখনই ৩৫ বছরে পা দেবেন বর্তমান সময়ের ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কইফ। আর এবারের জন্মদিনে মুম্বাই থেকে দূরে কোথাও বন্ধু-বান্ধব এবং বোনদের সঙ্গে কাটাবেন বলে আগেই জানিয়েছিলেন। তার কারণেই তিনি পৌঁছে গেছেন মেক্সিকো। 

এবার জন্মদিনটা মেক্সিকোতেই কাটাবেন তিনি। আর সেখানে গিয়ে তুলুম সমুদ্র সৈকতে নিজের মত সময় কাটাচ্ছেন ক্যাট। সেই অবসর যাপনের একটি ছবি তিনি পোস্ট করেন ইন্সটাগ্রামে। আর তাতেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

ক্যাটরিনার সুইমওয়্যারে এই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর কমেন্ট এসেছে। কেউ বলেছেন তাকে জলপরীর মত লাগছে। কেউ বলেছেন এই একটি ছবিতেই তিনি ক্যাটরিনার প্রেমে পড়ে গেলেন। কেউ তাকে রানির মত লাগছে বলেছেন। 

এমন কত কমেন্ট! তারমধ্যেই ছবিটা দেখে অর্জুন কাপুর কমেন্ট করেছেন। তিনি কিছুটা মজার ছলেই লিখেছেন, দেখে হেঁটো। আশাকরি ছবি তোলার সময় ওই কাঠের পিলারের ওপর দিয়ে হাঁটার চেষ্টা করনি!

এই কমেন্টের উত্তর দিয়েছেন ক্যাটরিনা। তিনি কমেন্টে জানান, তিনি অবশ্যই সতর্ক থাকবেন।

মন্তব্যসাতদিনের সেরা