kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শ্রদ্ধা?

রংবেরং ডেস্ক    

১৩ জুলাই, ২০১৯ ১৪:০৫ | পড়া যাবে ২ মিনিটেকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শ্রদ্ধা?

প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর। জানা গেছে, আসছে বছরের শুরুতেই প্রেমিক রোহান শ্রেষ্ঠর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন এই বলিউড অভিনেত্রী। তবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। মেয়ের বিয়ে নিয়ে শ্রদ্ধার বাবা শক্তি কাপুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সব বাবাই চায় মেয়ের বিয়ে দেখতে। সে নিজের পছন্দে বিয়ে করবে, আমার বলার কী আছে। তবে আগামী কয়েক বছর ও বিয়ের সময় পাবে না, হাতে প্রচুর কাজ।’

কিন্তু অন্য একটি সূত্র বলছে, অভিনেত্রীর মা শিবাঙ্গী কাপুর মেয়ের বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন। আগে অভিনেতা আদিত্য রয় কাপুর ও ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের খবর শোনা গিয়েছিল। গুঞ্জন আছে, গত বছর ফারহানের সঙ্গে সম্পর্ক ভাঙার পরই রোহানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে দুজনের ছবিও ছাপা হয় একটি সংবাদপত্রে। যদিও রোহানের সঙ্গে প্রেমের কথা অস্বীকার করেছেন শ্রদ্ধা, ‘গেল নয় মাস ধরে আমাদের খুবই দারুণ সম্পর্ক। তবে আমরা শুধুই বন্ধু।’ রোহান শ্রেষ্ঠ মূলত সেলিব্রিটি ফটোগ্রাফার। কাজের সূত্রেই শ্রদ্ধার সঙ্গে পরিচয়।

মন্তব্যসাতদিনের সেরা