kalerkantho

বৃহস্পতিবার । ১৮ জুলাই ২০১৯। ৩ শ্রাবণ ১৪২৬। ১৪ জিলকদ ১৪৪০

শুধু সোনাক্ষির জন্য...

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৯ ১৩:২২ | পড়া যাবে ১ মিনিটেশুধু সোনাক্ষির জন্য...

এবারও নাকি জমবে এই জুটির রসায়ন। সোনাক্ষীর জন্য এবার নাকি নিজের বয়সও কমিয়ে ফেলছেন সাল্লু ভাই। শিগগিরই দাবাং থ্রি’র শুটিং শুরু হবে বলে খবর পাওয়া গেছে। সোনাক্ষী বলেন, ‘এবার নতুন কিছু হতে যাচ্ছে। দাবাং সিনেমার সবচেয়ে বড় বিষয় আমরা সব সময় দর্শকের জন্য চমক রাখার চেষ্টা করি। চুলবুল, রাজ্জো, মাক্ষী এই চরিত্রগুলো দর্শকের প্রিয়। এই চরিত্রগুলো সবই থাকছে শুধু বদলে যাবে গল্প।’

সোনাক্ষী বলেন, সালমানকে যখন চুলবুল পুলিশ হননি সেই সময়ের গল্প দেখানো হবে তৃতীয় পর্বে। এখানের হাজির হবেন অল্প বয়সের সালমান। এরই মধ্যে এই চরিত্রের জন্য প্রায় সাত কেজি ওজন কমিয়েছেন সালমান খান।

এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘সিনেমায় চুলবুলে অতীত উঠে আসবে। এতটুকুই বললাম। এখণ এর বেশি কিছু বলা যাবে না। ছবিটির জন্য নিজেকে নতুন লুকে গড়ে তুলছেন সালমান খান। দিন রাত পরিশ্রম করছেন তিনি।

দাবাং-থ্রি পরিচালনা করছেন প্রভুদেবা। সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে কন্নড় সিনেমার অভিনেতা সুদীপকে।

মন্তব্যসাতদিনের সেরা