kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

স্ত্রীর গানে মডেল স্বামী!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুন, ২০১৯ ১৫:৩০ | পড়া যাবে ১ মিনিটেস্ত্রীর গানে মডেল স্বামী!

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে সংগীতশিল্পী নাজু আখন্দের নতুন গান ‘উড়ে যেতে চাই’। গানটির কথার সঙ্গে মিল রেখেই ভিডিওর গল্প সাজানো হয়েছে। আর গানের ওই ভিডিওতে মডেল হয়ে অভিনয় করেছেন তার স্বামী শামীম শরীফ।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন সাজিদ সরকার। বান্দরবানের বিভন্ন মনোরম পরিবেশ তিন দিন ধরে ভিডিও শুটিং করা হয়েছে গানটির। মোশন রক এন্টারটেইনের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন এ কে পরাগ ও ভাস্কর জনি।

গানটির ব্যাপারে জানতে চাইলে নাজু বলেন, একজন মানুষ জীবনে যত সুখেই থাকেন না কেন আরও সুখ প্রত্যাশা করেন। মানুষের জীবনে সুখ চাহিদার কোনো শেষ নেই। এমনই ব্যতিক্রম ভাবনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে গানটি করা হয়েছে। ভিডিওটিও সেভাবেই সাজানো।

মন্তব্যসাতদিনের সেরা