kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

আয়রনম্যানের চুমু ক্যাপ্টেন আমেরিকার গালে

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুন, ২০১৯ ১৩:৪৭ | পড়া যাবে ২ মিনিটেআয়রনম্যানের চুমু ক্যাপ্টেন আমেরিকার গালে

অ্যাভেঞ্জার্স সিরিজের 'এন্ডগেম' এর ভক্তের অভাব নেই। আবার এর পর শেষ হয়ে যাননি অ্যাভেঞ্জার্স তারকারা। মার্ভেল সিনেম্যাটিক জগতের সুপারহিরোদের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। এন্ডমেগের পরও তাদের ঘটনা আবারো ভক্তদের আনন্দ দিলো। ক্রিস ইভান অভিনয় করেছেন 'ক্যাপ্টেন আমেরিকা' চরিত্র। তার ৩৮তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। সেখাননে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় চরিত্র 'আয়রনম্যান'। একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্যাপ্টেন আমেরিকার গালে চুমু দিচ্ছেন আয়রনম্যান চরিত্রের অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র।

টুইটারে এটি সিনেমার একটি দৃশ্যের জিআইএফ ফরমেটের ছবি পোস্ট করে রবার্ট রিখেছেন, 'শুভ জন্মদিন আমেরিকার...। এই পৃথিবী একটি উত্তম স্থান, এবং আমি তোমার গালে একটা চুমু দেয়ার ঋণে আছি'। 

এই কৌতুকপূর্ণ শুভেচ্ছাজ্ঞাপন আসলে আয়রনম্যানের হৃদ্যতাপূর্ণ হৃদয়ের জানান দেয়। 

তবে ক্যাপ্টেন আমেরিকা যে কেবল আয়রনম্যানই শুভেচ্ছা জানিয়েছেন তা নয়। হাল্ক চরিত্রের মার্ক রুফালো দারুণ একটা বার্ত দিয়েছেন। বলেছেন, 'তোমাকে ভালোবাসি ভাই। যখনই দরকার তখনই পাশে থাকবো'। এ বার্তার সাথে তিনি মুভি সেটে তোলা দুজনের একটা সেলফি পোস্ট করেছেন। জবাবে ক্রিস ইভান একটি প্রশংসার সাথে একটা সবুজ রংয়ের হৃদয়ের ইমো দিয়েছেন। 
সূত্র: এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা