kalerkantho

শনিবার । ২০ জুলাই ২০১৯। ৫ শ্রাবণ ১৪২৬। ১৬ জিলকদ ১৪৪০

এফডিসির নতুন এমডি আবদুল করিম

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৯ ১৬:৪১ | পড়া যাবে ১ মিনিটেএফডিসির নতুন এমডি আবদুল করিম

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব আবদুল করিম। গত ১৬ মে তিনি প্রতিষ্ঠানটির এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে জানান। 

তথ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে পরবর্তী বদলির আগ পর্যন্ত আবদুল করিম প্রতিষ্ঠানটির শীর্ষ এ পদে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চলচ্চিত্রের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তার সঙ্গে উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এফডিসি কাজ। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন এফডিসির নতুন এমডি আবদুল করিম।

এর আগে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন লক্ষণ চন্দ্র দেবনাথ।

মন্তব্যসাতদিনের সেরা