kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

বিশ্রামে আপাতত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৯ ১১:৪২ | পড়া যাবে ২ মিনিটেবিশ্রামে আপাতত

নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসা শেষে এ বছরের শুরুতেই ভারতে ফিরেছেন বলিউড অভিনেতা ইরফান খান।

এসেই শুরু করে দেন তার পরবর্তী ছবি 'আংরেজি মিডিয়াম'-এর শুটিংও। ছবির প্রথম অংশের শুটিং হয়েছে রাজস্থানে। জয়পুরে শুটিং শেষ হয়েছে কয়েক সপ্তাহ আগেই। এরপরের গন্তব্য লন্ডন।  লন্ডনে শুটিং শুরুর আগে কিছুদিনের জন্য কাজ থেকে ইস্তফা নিয়েছেন ইরফান খান বলে জানা গেছে। জানা গেছে, স্ত্রী সুতপা শিকদারের সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি আপাত কাজ থেকে দূরে থাকবেন। 

এ বছরের শুরুতে চিকিৎসার পর যখন ইরফান দেশে ফেরেন, তাকে স্বাগত জানিয়েছিল অনুরাগীরা। এরপর তিনি আবার অভিনয়ে ফেরার খবরে খুশি হোন তার ভক্তরা। এদিকে লন্ডনে শুটিং শুরু হলেই 'আংরেজি মিডিয়াম' টিমের সঙ্গে যোগ দেবেন কfরিনা কাপুর খান। ছবিতে তিনি অভিনয় করছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। এই প্রথম বার কোনও ছবিতে ইরফান এবং করিনাকে একসঙ্গে দেখা যাবে। 

ছবির পরিচালনার দায়িত্বে আছেন হোমি আদাজানিয়া। প্রযোজনা করছেন দিনেশ বিজন তার ম্যাডক ফিল্মসের ব্যানারে। ছবিতে ইরফানের মেয়ের চরিত্রে অভিনয় করছেন রাধিকা মদন। সবকিছু ঠিকঠাক খাকলে আগামী বছর ২৪ এপ্রিল মুক্তি পাবে 'আংরেজি মিডিয়াম' ছবিটি।  

মন্তব্যসাতদিনের সেরা