kalerkantho

মঙ্গলবার। ১৬ জুলাই ২০১৯। ১ শ্রাবণ ১৪২৬। ১২ জিলকদ ১৪৪০

বিশ্ব সংগীত দিবসে ভাই-বোন

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৯ ১১:১৭ | পড়া যাবে ১ মিনিটেবিশ্ব সংগীত দিবসে ভাই-বোন

২১ জুন বিশ্ব সংগীত দিবস উপলক্ষে দুটি গানের ভিডিও প্রকাশ করবেন হোমায়েরা বশীর ও রাজা বশীর। দুজনই প্রয়াত সংগীতশিল্পী বশীর আহমেদের সন্তান। হোমায়েরার গানটির শিরোনাম ‘বরষা’ আর রাজা গেয়েছেন ‘তোমার চোখের মায়া’। দুটি গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন রাজা বশীর। লিখেছেন ভূঁইয়া শফিকুল ইসলাম। ২১ জুন বিকেলে নিজেদের ইউটিউব চ্যানেল ‘সারগম সাউন্ডস স্টেশন’-এ গান-ভিডিও দুটি প্রকাশ করবেন তাঁরা। 

হোমায়েরা জানান, তাঁর গাওয়া ‘বরষা’ গানটি রোমান্টিক। এটির ভিডিওর শুটিং হয়েছে টাঙ্গাইলের এক জমিদারবাড়িতে। ভিডিওতে রাজাও অংশ নিয়েছেন। রাজার গাওয়া ‘তোমার চোখের মায়া’ও ভালোবাসার গান। শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। 
হোমায়েরা বলেন, ‘বিশ্ব সংগীত দিবসের প্রতি সবার আগ্রহ বেড়েছে। পৃথিবীর সংগীতপ্রেমী মানুষদের উৎসর্গ করে আমরা গান দুটি প্রকাশ করছি। অডিও শক্তভাবে করেই ভিডিও বানানো হয়েছে। আশা করি সবাই পছন্দ করবেন।’

মন্তব্যসাতদিনের সেরা