kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

অভিনেতা অপূর্ব'র ছোট ভাই আত্মহত্যা করেছেন

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৯ ১৬:৪৬ | পড়া যাবে ২ মিনিটেঅভিনেতা অপূর্ব'র ছোট ভাই আত্মহত্যা করেছেন

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে মোহাম্মদপুরের নিজ বাসায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার। ওসি কাউসার বলেন, 'দর্পণ দ্বীপ এখানে তিনি তাঁর স্ত্রী ও বাচ্চাসহ থাকতেন। ভোররাতে তিনি মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নং রোডের নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে দঁড়ি বেঁধে আত্মহত্যা করেন। কেন আত্মহত্যা করেছে এ বিষয়ে তেমন কিছু জানা যায়নি। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছি।'

দ্বীপের বাবার উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ‘আমরা জেনেছি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করতেন পাশাপাশি মিউজিকও করতেন।'

পারিবারিক ছবিতে দ্বীপ ও অপূর্ব

জানা গেছে, কিছুদিন আগেও দ্বীপের ‘ভালোবাসি তোমায়’ গানটি প্রকাশিত হয়েছিল। গানটি থেকে ভাল সাড়াও পেয়েছিলেন তিনি। গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন নাটক ও টেলিছবির আবহ সংগীত করতেন। নিজের ভাই অপূর্ব অভিনীত অনেক নাটকেরও আবহ তৈরি করেছেন তিনি।

দ্বীপের নিজের লেখা ও গাওয়া গান

মন্তব্যসাতদিনের সেরা