kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

এশার ঘরে নতুন অতিথি

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুন, ২০১৯ ১১:০৮ | পড়া যাবে ১ মিনিটেএশার ঘরে নতুন অতিথি

বলিউড অভিনেত্রী এশা দেওলের ঘরে নতুন অতিথি এসেছে।সোমবার দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি। 

টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবারই এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এষা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মা হওয়ার খবর নিশ্চিত করেন তখতানি দম্পতি।

এরইমধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন তারা। মেয়ের নাম রেখেছেন মিরায়া।

২০১২ সালে দীর্ঘ দিনের প্রেমিক ভারত তখতানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ধর্মেন্দ্র-হেমাকন্যা এশা দেওল। বিয়ের বছর পাঁচেক পর ২০১৭ সালে তাদের প্রথম সন্তান রাধ্যা আসে। 

মন্তব্যসাতদিনের সেরা