kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

আবারো মেঘলা...

রংবেরং প্রতিবেদক    

৮ জুন, ২০১৯ ১০:৪৬ | পড়া যাবে ১ মিনিটেআবারো মেঘলা...

বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তা। অভিনয় করেছেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘নবাব’-এর মতো ছবিতে। গত বছর দেশের গণ্ডি পেরিয়ে অভিষেক ঘটে তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাবুডু’তে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছে। নজরও কেড়েছেন সেখানকার অন্য নির্মাতাদের। আর তাই তেলেগুতে দ্বিতীয় ছবি পেতে সময় লাগেনি মেঘলার। 

এর মধ্যে শুটিংও শুরু করেছেন ‘ইয়্যারা চ্যারা’ নামের ছবিটির। পরিচালক সুমন। ভৌতিক গল্পের এই ছবির নিজের অংশের বেশির ভাগ কাজ শেষ করে দেশে ফিরেছেন মেঘলা। বলেন, ‘হায়দরাবাদের বিভিন্ন লোকেশনে কাজ করেছি। আমার সঙ্গে নায়ক হিসেবে থাকছেন শ্রীকান্ত। নতুন কাজটি নিয়ে দারুণ আশাবাদী। প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী সুমন ভেনকাটাডরি আমার অভিনয়ে খুশি। আশা করছি, খুব দ্রুত তেলেগু ইন্ডাস্ট্রিতে আমার একটা শক্ত অবস্থান তৈরি হবে।’

মন্তব্যসাতদিনের সেরা