kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

আহত জন অব্রাহাম

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মে, ২০১৯ ১৬:০৪ | পড়া যাবে ১ মিনিটেআহত জন অব্রাহাম

মুম্বাইয়ে আনিস বাজমির কমেডি ছবি ‘পাগলপান্তি’র শুটিং চলাকালীন জখম হন জন আব্রাহাম। আগামী ২০দিন জনকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।

ফিল্ম ইউনিটের এক সদস্যর থেকে জানান, ট্রাকে চড়ে একটি অ্যাকশন সিকোয়েন্স শুট করার সময়ই দুর্ঘটনা ঘটে। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সক। কাজেই আপাতত শুটিং ফ্লোরে দেখা মিলবে না ‘জিসম’ স্টারের।

ওই দিন শুটিংয়ে ওই একই দৃশ্যে ছিলেন অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, পুলকিত সম্রাট, ইলিনা ডিক্রুজ, কৃতী খারবান্দা।

‘পাগলপান্তি’র প্রযোজক কুমার মঙ্গত বলেন, ‘খুব সাধারণ একটা শট ছিল। কিন্তু টাইমিং মিস করার জন্য দুর্ঘটনাটি ঘটে। লন্ডনে ছবির ৯০ শতাংশ শুটিং হয়ে গিয়েছে। বাকি অংশের কাজ চলছিল মুম্বাইয়ে। আবার নতুন করে শুটিংয়ের ডেট ঠিক হবে। আশা করছি, আগামী জুনের মধ্যে কাজ শেষ করতে পারব।’

মন্তব্যসাতদিনের সেরা