kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

রমজানে ফাহিম ফয়সালের সুফী গান

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০১৯ ১৭:৫৯ | পড়া যাবে ১ মিনিটেরমজানে ফাহিম ফয়সালের সুফী গান

প্রকাশিত হলো কণ্ঠশিল্পী ফাহিম ফয়সাল এর সূফী ঘরানার নতুন গান 'সিজদাহ করি তোমায়'। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান 'জি-সিরিজ' এর ইউটিউব চ্যানেলে। 

গানটি নিয়ে ফাহিম ফয়সাল বলেন, সৃষ্টিকর্তার সাথে মানুষের মাঝে যে প্রেম, যে সম্পর্ক থাকে তার উপর ভিত্তি করেই সূফী গান নির্মাণ হয়। আর সূফী গানের প্রতি আমার ভীষণ রকমের দুর্বলতা রয়েছে। আমি এই গানটি পুরোপুরি সৃষ্টিকর্তার প্রশংসা করেই লিখে গেয়েছি। 

চেষ্টা করেছি প্রকৃতি ও প্রাকৃতিক কিছু চিরন্তন সত্য বিষয় গানের ভেতর তুলে ধরতে। খুব সহজ সরল কথামালা, সুর ও সংগীত দিয়ে গানটি সাজিয়েছি। আশাকরি সৃষ্টিকর্তার স্মরণে প্রশংসামূলক এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দিবে।

মন্তব্যসাতদিনের সেরা