kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

যত ভোটে এগিয়ে সানি লিওন!

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০১৯ ১৪:১৭ | পড়া যাবে ২ মিনিটেযত ভোটে এগিয়ে সানি লিওন!

ভারতে ভোটের ফল গণনার দিনে চরম উৎকণ্ঠা আর টানটান উত্তেজনার মধ্যেই হঠাৎ ট্রেন্ড করতে শুরু করেছেন সাবেক পর্নো তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন। না, সানি লিওন নিজে এদিন কিছু করেননি– তাকে হঠাৎ করে আলোচনায় নিয়ে এসেছেন ভারতে রিপাবলিক টিভির জনপ্রিয় ও বিতর্কিত অ্যাঙ্কর অর্ণব গোস্বামী।

লাইভ টেলিভিশনে ভোটের ফল গণনার খবর বলতে গিয়ে তিনি এদিন বলে বসেন, ‘ওদিকে পাঞ্জাবের গুরদাসপুর আসনে এগিয়ে আছেন সানি লিওন– না, না, সরি –সানি দেওল!’

বিজেপির হয়ে গুরদাসপুর থেকে এবার লড়ছেন বলিউড তারকা সানি দেওল। ২০১৪ তেও এই আসনটি থেকে জিতেছিলেন আরেক বলিউড অভিনেতা প্রয়াত বিনোদ খান্না। কিন্তু অর্ণব গোস্বামীর মুখ ফসকে বলে- ফেলা একটি ভুল বাক্যের জেরে এখন সানি দেওলের চেয়েও হঠাৎ বেশি আলোচনায় চলে এসেছেন সানি লিওন।

এই খবর যে সানি লিওন শোনেননি তা কিন্তু নয়। তিনিও শুনেছেন বেশ ভালো করেই। আর এই সুযোগ মজা করতেও ছাড়েননি। নিজের টুইটারে হ্যান্ডেলে এই খবর শোনার পর লিখেছেন, 'কত ভোটে এগিয়ে আছি আমি?' 

এমন টুইট পেয়ে ভক্ত-অনুরাগী কি আর চুপ থাকতে পারেন? সানি লিওনের সরস প্রশ্নের রসালো উত্তরে ভরে যেতে লাগলো মন্তব্য বাক্স। হতে শুরু করলো টুইট-রিটুইট। সানি লিওনের এক ভক্ত লিখেছেন, 'তুমি ১৩৫ কোটি ভারতীয় হৃদয়ে এগিয়ে রয়েছে।'

এমনিতেই ভারতে সবেচেয়ে বেশি গুগল সার্চ করা চরিত্রগুলোর অন্যতম সানি লিওন – কিন্তু ভোট গণনার মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনেও তাকে মানুষ সার্চ করতে শুরু করেছেন!

মন্তব্যসাতদিনের সেরা