kalerkantho

বুধবার। ১৯ জুন ২০১৯। ৫ আষাঢ় ১৪২৬। ১৫ শাওয়াল ১৪৪০

এক ফ্রেমে তিন সুপারস্টার

কালের কণ্ঠ অনলাইন   

২২ মে, ২০১৯ ১৫:৩৭ | পড়া যাবে ১ মিনিটেএক ফ্রেমে তিন সুপারস্টার

মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবে কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। ৭২তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপাম এর জন্য লড়ছে ছবিটি।

প্রিমিয়ারে উপস্থিত ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্র্যাড পিট, কোয়েন্টিন টারান্টিনো, ড্যানিয়েলা পিক, ডেভিড হেয়ম্যান, শ্যানন ম্যাকউনতোস। ছবির সব তারকারা একসঙ্গে ছবিও তুলেছেন।

ছবির প্রিমিয়ার উপলক্ষে অফিশিয়াল ট্রেলারও প্রকাশ করা হয়েছে। টারান্টিনোর এক ফ্রেমে তিন সুপারস্টার আল পাচিনো, ডি ক্যাপ্রিও এবং ব্র্যাড পিটকে দেখে দর্শকের আগ্রহ আরও বেড়ে গেছে ছবিটি নিয়ে। ট্রেলারটি ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ভিউ পেয়েছে সাড়ে তিরিশ লাখের বেশি।

অপরাধ জগতের নানা রোমাঞ্চকর কাহিনি নিয়ে তৈরি টারান্টিনোর এই ক্রাইম থ্রিলার ছবিটি থিয়েটারে মুক্তি পাবে ২৬ জুলাই। পিঙ্ক ভিলা

মন্তব্যসাতদিনের সেরা