kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

অনন্ত জলিলের ভিন্ন লুক!

কালের কণ্ঠ অনলাইন   

২২ মে, ২০১৯ ১৩:১৪ | পড়া যাবে ১ মিনিটেঅনন্ত জলিলের ভিন্ন লুক!

একেবারে ভিন্ন লুকে দেখা গেল ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক অনন্ত জলিলকে। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনই এক ছবি প্রকাশ করেছেন  যেখানে দেখা যাচ্ছে পরনে সাদা জোব্বা। চোখে সানগ্লাস। ছোট করে দাড়ির ছাটের সঙ্গে নবাবী গোফ। এ যেন অন্য এক অনন্ত জলিল। 

আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনই এক ছবি প্রকাশ করেছেন  ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল। সেখানে লেখা ছিল, ‘নিউ লুক ফর দিন দ্য ডে’।

‘দিন দ্য ডে’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত জলিল। সেখানে নানা লুকে দেখা যাবে তাকে। আজ প্রকাশিত ছবি সেগুলোরই একটি লুক বলে ধরে নেওয়া হয়েছে। 

রাজধানীর হাতির ঝিল ও তিনশ ফিট এলাকায় ‘দিন দ্য ডে’ শুটিং করেছেন অনন্ত জলিল। ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন অনন্ত। 

বাংলাদেশের অভিনয়শিল্পীরা ছাড়াও ছবিটিতে ইরান ও লেবাননের কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এখানে। আর বরাবরের মতো অনন্তের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা।  

মন্তব্যসাতদিনের সেরা