kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

বাপ্পা গাইলেন নজরুল, নাচলেন নাদিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৯ ১৩:৩৫ | পড়া যাবে ১ মিনিটেবাপ্পা গাইলেন নজরুল, নাচলেন নাদিয়া

প্রথমবারের মতো নজরুলসংগীত রেকর্ড করেছেন, ভিডিও বানিয়েছেন বাপ্পা মজুমদার! আর সেই ভিডিওতে নেচেছেন নাদিয়া আহমেদ। এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওতে কাজ করলেন এই নৃত্য ও অভিনয়শিল্পী। ভিডিওটির শুটিং হয়েছে ঢাকার সূত্রাপুরে। 

বাপ্পা বলেন, ‘ভিডিওটির পরিকল্পনা করার সময়ই নাদিয়ার নাম মাথায় আসে। দারুণ নেচেছে সে।’ নাদিয়া বলেন, ‘আমার প্রথম মিউজিক ভিডিও! তা-ও অসম্ভব প্রিয়শিল্পী বাপ্পা মজুমদার দাদার গাওয়া গান। খুব ভালো লাগছে। দাদাকে অনেক ধন্যবাদ আমাকে গানটির সঙ্গে যুক্ত করার জন্য।’ 

নজরুলের জন্মবার্ষিকী সামনে রেখে ২৪ মে বাপ্পার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা