kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

ঈদে আসছে রাশেদ-সুপ্রিয়ার 'লোভী মেয়ে'

কালের কণ্ঠ অনলাইন   

২০ মে, ২০১৯ ১৮:০৪ | পড়া যাবে ১ মিনিটেঈদে আসছে রাশেদ-সুপ্রিয়ার 'লোভী মেয়ে'

ঈদে দেশের শোবিজ অঙ্গন জমজমাট হয়ে ওঠে। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত নিয়ে শুরু হয় তোড়জোড়। এরইমধ্যে বিভিন্ন সঙ্গীত অঙ্গনের নানা খবর পাওয়া যাচ্ছে। ঈদে কলকাতার অভিনেতা রাশেদ রহমান ও সুপ্রিয়া রায় জুটিবদ্ধভাবে নতুন একটি গানের ভিডিও নিয়ে আসছেন। 

বাংলাদেশ থেকে এই ভিডিওটি প্রকাশ করতে যাচ্ছে 'সানভি মাল্টিমিডিয়া।'রাশেদের সাথে এটি তার দ্বিতীয় কাজ এর আগে 'চলো বন্দী হয়ে থাকি' শিরোনামের একটি গানে দুজনকে একসঙ্গে দেখা গেছে।

জানা গেছে, 'লোভী মেয়ে' নামের গানের এই ভিডিওচিত্রের অধিকাংশই ধারণ করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বহরমপুরে। এই গানের চিত্রগ্রহণ করেছেন দেবব্রত সাহা। গান লেখার পাশাঁপাশি কণ্ঠ দিয়েছেন আতিফ আহমেদ নিলয়। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ সবুজ । 

রাশেদ কালের কণ্ঠকে বলেন, নাম লোভী মেয়ে হলেও ভিডিওচিত্রে একটি গল্প ফুটে উঠবে। হৃদয়স্পর্শী এই গল্প একটি বিচ্ছেদময় প্রেমের অধ্যায়ের কথা জানান দেবে। সুরের সাথে গল্পের চমৎকার সামঞ্জস্য হয়েছে। মনে হচ্ছে ভক্তরা বেশ ইতিবাচকভাবে এই গানের ভভিডিও গ্রহণ করবে।

মন্তব্যসাতদিনের সেরা