kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা এক যুগ পর!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মে, ২০১৯ ১২:১৬ | পড়া যাবে ১ মিনিটে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা এক যুগ পর!

চয়নিকা চৌধুরীর ‘তমোহর’ নাটকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফাকে। ১৬ মে ঢাকায় শুটিং হয়েছে। ইফফাত আরেফিন তন্বীর রচনায় নাটকটিতে আরো আছেন এফ এস নাঈম ও নাজিরা মৌ। 

চয়নিকা চৌধুরী বলেন, ‘আমি আগেও এ দুই গুণী শিল্পীকে নিয়ে কাজ করেছি। তবে আলাদা আলাদা নাটকে। কখনো এক নাটকে দুজনকে নেওয়ার সৌভাগ্য হয়নি। যতটুকু জানি, অন্তত এক যুগ পর তাঁরা দুজন একসঙ্গে অভিনয় করলেন। 
শুটিংয়ের সময়টা পুরো ইউনিট দারুণ উপভোগ করেছে।’ অভিনেত্রী নাজিরা মৌ বলেন, ‘কিংবদন্তির দুই অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ায় পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ।’ নাঈম বলেন, ‘অন্য রকম অনুভূতি। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

মন্তব্যসাতদিনের সেরা