kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

দীপিকা বিস্মিত করলেন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মে, ২০১৯ ১২:০৭ | পড়া যাবে ১ মিনিটেদীপিকা বিস্মিত করলেন

এয়ারপোর্ট লুকের জন্য দীপিকা বেছে নিয়েছিলেন হেড টু টো ডেনিম আউটফিট। সঙ্গে ব্লাড রেড হিলস ছিল নজরকাড়া।

প্রথম রেড কার্পেট অ্যাপিয়ারেন্সেও চমকে দিয়েছিলেন দীপিকা। সাদা গাউনের সঙ্গে ছিল বিশাল বড় একটি বো...টেনে বাঁধা চুল..আর দীপিকার মহোময়ী হাসি। সব মিলিয়ে তিনি জিতে নিয়েছিলেন লাল কার্পেটের লাইমলাইট। দ্বিতীয় দিন সকাল থেকেই পরপর ড্রেস চেঞ্জ করলেন মিসেস রণবীর সিং। ফটোশ্যুটের জন্য চারটি পোশাক বেছে নিলেন তিনি।

প্রথম পোশাকটি ছিল সাদা-নীল ব্লেজারের সঙ্গে অরেঞ্জ হিলস। সানগ্লাস আর ক্যাজুয়াল হেয়ার। পরের শুটে বেছে নিয়েছিলেন কালো নেটের গাউন। সঙ্গে লাইম গ্রিন অ্যানিম্যাল প্রিন্টের ম্যাচিং ব্যাগ আর কালো স্নিকার্স নজর কেড়েছিল।

এরপর বেছে নিলেন সাদা লেসের টপ আর সাদা প্যান্ট। ট্রান্সপারেন্ট রাউন্ড গ্লাস চশমায় দুর্দান্ত দেখতে লাগছিল তাকে। শেষে পরেছিলেন সাদা-হলুদ-মেরুন-কালোয় লং ড্রেস।

অবশেষে রেড কার্পেট। সেখানেই তাক লাগিয়ে দিলেন মস্তানি। লাইম গ্রিন গাউন সঙ্গে মাথায় পিঙ্ক পাগড়ি... দারুন লাগছিল দীপিকাকে।

মন্তব্যসাতদিনের সেরা