kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

খোলা ব্লেজারে 'কান' এ গিয়ে সব আলো কেড়ে নিলেন তিনি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মে, ২০১৯ ২১:৫০ | পড়া যাবে ১ মিনিটেখোলা ব্লেজারে 'কান' এ গিয়ে সব আলো কেড়ে নিলেন তিনি

এ কথা এখন অনেকেরই জানা হয়ে গেছে যে, পোল্যান্ডের সুপার মডেল আনজা রুবিকের ভয়-ডর বলে কিছ নেই। বরাবরই রাখঢাক না রেখে খোলামেলা পোশাকে হাজির হন। 

৩৫ বছর বয়সী এই অভিনেত্রী গত শুক্রবার কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হেঁটেছেন অন্তর্বাস ছাড়াই কেবল ব্লেজার গায়ে। সেই ব্লেজারেরও বোতাম ছিল খোলা।

কালো ব্লেজারের সঙ্গে মিলিয়ে কালো ট্রাউজার পরে এসেছিরেন রুবিক। তাকে সাহসী রূপে দেখেই ক্যামেরার ক্লিক চালিয়ে যান পাপারাজ্জিরা।

স্কুল জীবন থেকেই মডেলিং করে আসছেন আনজা রুবিক। ২০১২ সাল থেকে নিজের সম্পাদনায় ম্যাগাজিনও বের করেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আমি এ জগতে রয়েছি। আমি যা বিশ্বাস করি, যেটা আমার ভালো লাগে, সেটাই করি। এই জগতে এসে অনেকের সঙ্গেই ভালো বন্ধুত্ব হয়েছে।

এখন পর্যন্ত অসংখ্য ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছেন তিনি। তার জনপ্রিয়তাও আকাশচুম্বী। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও তার ফলোয়ারের সংখ্যা অনেক।

মন্তব্যসাতদিনের সেরা