kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

সারা-কার্তিকের লুকোচুরি প্রেম!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০১৯ ১২:৩০ | পড়া যাবে ১ মিনিটেসারা-কার্তিকের লুকোচুরি প্রেম!

দর্শকদের উৎসাহের শেষ নেই। আর যদি সেটা হয় প্রেম ঘটিত জল্পনা কল্পনা। বলিউডের প্রায় তিন দশকের নায়ক সাইফ আলি খানের মেয়ে সারা আলী খান খুব অল্প সময়েই বলিমউডে গ্লামার কন্যা হয়ে উঠেছেন। এমন কি নিজের প্রেম ও ডেট করার ব্যাপারেও তিনি আজকাল প্রকাশ্যে মুখ খুলছেন মিডিয়ার সামনে। 

শোনা যায় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে সরাসরি ডেট এর প্রস্তাব দিয়েছিলেন সারা। এ নিয়ে মিডিয়াতে বেশ গসিপ চলছে বেশ কয়েকদিন ধরে। যদিও তারা কেউই এ ব্যাপারে সরাসরি মুখ খুলেনি। কিন্তু কয়েকবার তাদেরকে গাড়ি থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছে, এমনকি শুটিং স্পটেও তাদের আচার আচরণে কেমিস্ট্রি দেখে সবাই প্রেমের গন্ধ পাচ্ছেন। ঠিক যেনো লুকোচুরি প্রেম করছেন এই তারকা জুটি।

ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল ২’ সিনেমাতে প্রথমবারের মতন একসাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন এই দুই তরুণ তারকা।

মন্তব্য